স্বদেশ ডেস্ক:
প্রেম সংক্রান্ত ঘটনার জেরে দুই কর্মীকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে পিরোজপুর জেলা ছাত্রলীগের সভাপতির নামে। গতকাল বুধবার সন্ধ্যায় পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজের কাছে হামলার এ ঘটনা ঘটে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ সভাপতি অনিরুজ্জামান অনিক। এ ঘটনায় ছাত্রলীগ সভাপতিসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। হামলার শিকার অনিক শেখ (২৩) পিরোজপুর সদর উপজেলার আলামকাঠী গ্রামের এনায়েত শেখের ছেলে এবং অনিকের বন্ধু অয়ন মজুমদার (২৩)। একই গ্রামের অসীম মজুমদারের ছেলে। পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অনিক শেখ অভিযোগ করে জানান, জেলা ছাত্রলীগের সভাপতি অনিরুজ্জামান অনিক ফোনে তাকে ডেকে বলেশ্বর ব্রিজের ওপারে নিয়ে যান। এ সময় তার সঙ্গে তার বন্ধু অয়ন ছিলেন। অনিরুজ্জামান অনিকের সঙ্গে কথা বলে ফেরার সময় তার সঙ্গে থাকা অনিরুজ্জামানের অনুসারী নিরব তাকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে পেটাতে শুরু করে।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, ঘটনা শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় লিখিত অভিযোগ পাওয়া গেছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।