স্বদেশ ডেস্ক; প্রবাসী টাঙ্গাইলবাসী ইএসএসএ ইন্ক এর উদ্যোগে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে । স্থানীয় সময় রোববার (২২ জানুয়ারী) নিউইয়র্কের জ্যামাইকা, ৮৯-১৬, ১৭৫ স্ট্রীট, ইকরা পার্টি হলে এই উৎসব অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রবাসী টাঙ্গাইলবাসী ইএসএসএ ইন্ক এর সভাপতি আব্দুল হাকিম এবং সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আনিস ।