স্বদেশ ডেস্ক:
ঢাকা দিনাজপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাসেল (১৮) নামের এক হেলপার নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুজন।
বৃহস্পতিবার ভোর ৫টায় চিরিরবন্দর থানাধীন উচিৎপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাসেল নওগাঁর মহাদেবপুর থানার মৃত কামরুল আলীর ছেলে। আর আহতরা হলেন একই থানার জাফর আলীর ছেলে রুবেল ও অপর চালক রজব আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে দিনাজপুর ও ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম এসে ট্রাকের বডি কেটে নিহতের লাশ বের করেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যান চলাচল স্বাভাবিক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।