রবিবার, ১৬ Jun ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

মেসি-নেইমারদের বেতন দিতে যত খরচ করে পিএসজি

মেসি-নেইমারদের বেতন দিতে যত খরচ করে পিএসজি

স্বদেশ ডেস্ক:

২০২১-২২ মৌসুমে ক্লাব ফুটবলে সর্বোচ্চ ব্যয়ের তালিকা প্রকাশ করেছে খেলাধুলার তথ্যবিশ্লেষণকারী প্রতিষ্ঠান ফুটবল বেঞ্চমার্ক। খরচের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। মেসি, এমবাপ্পেদের বেতন দিতে ক্লাবটির খরচ বছরে ৭২৮ মিলিয়ন ইউরো।

গত ২০২১-২২ মৌসুমে পিএসজি খরচ করেছে ৭২৮ মিলিয়ন ইউরো। যে ব্যয় ছাড়িয়ে গেছে অতীতের বেতনের সব হিসাবকে। ২০২১-২২ মৌসুমে লিওনেল মেসি, সার্জিও রামোস, আশরাফ হাকিমিকে দলে ভিড়িয়ে বেতনের পেছনে ৪৫ শতাংশ ব্যয় করেছে পিএসজি। এছাড়া, মেসির পরই গত মৌসুমে পিএসজি সবচেয়ে বেশি ব্যয় করেছে নেইমার ও এমবাপ্পের জন্য।

ফুটবল বেঞ্চমার্কের প্রতিবেদনে উঠে এসেছে, পিএসজিই একমাত্র ক্লাব যারা সর্বোচ্চ ব্যয় করে রেকর্ড গড়েছে। গত বছর বেশ কয়েকটি ক্লাবকে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভঙ্গের কারণে শাস্তিস্বরূপ জরিমাণা করা হয়েছিল। এর মধ্যে ৫৬ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল প্যারিসের ক্লাবটিকে। ইতোমধ্যে তারা ৯ মিলিয়ন ইউরো পরিশোধ করেছে।

বেতনের পেছনে খরচের হিসাবে পিএসজির পরেই আছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ২০২১-২২ মৌসুমে ইউরোপের ক্লাব শ্রেষ্টত্বের মুকুটজয়ী ক্লাবটির ফুটবলারদের দেওয়া বেতনের ক্ষেত্রে ব্যয় হয়েছে ৫১৯ মিলিয়ন ইউরো। এরপরই আছে আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।  তবে, অর্থনৈতিক দেনায় জর্জরিত ক্লাবটি নিজেদের অবস্থার পরিবর্তন করেছে বেশ কিছু কৌশলী পদক্ষেপের মাধ্যমে। ২০২২ সালে এসে পুরো বছরে তাদের খরচ ৪৫৭.২ মিলিয়ন ইউরো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877