মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৭:৪২ পূর্বাহ্ন

একটা মানুষের কত টাকা দরকার?

একটা মানুষের কত টাকা দরকার?

স্বদেশ ডেস্ক:

সততার ওপর গুরুত্বারোপ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, সৎ থাকার চেষ্টা করতে হবে, একটা মানুষের জন্য কত টাকা দরকার? আমাদের বিবেককে প্রশ্ন করার সময় এসেছে।

বৃহস্পতিবার নগরীর সড়ক ভবনের মিলনায়তনে ‘সড়ক ও জনপথ প্রকৌশল সমিতির ৩০তম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে’ মন্ত্রী এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রয়োজন ছাড়া বিদেশ সফর নয়।  কিছু মানুষ টাকা ছাড়া কিছু বোঝে না। তাদের আরও টাকা দরকার। কেউ কেউ কষ্টের টাকা বিদেশে পাচার করেছে, তাদের আমরা ঘৃণা করি। দেশ উন্নত করতে দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877