সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ অপরাহ্ন

সুখবর পেলেন নাসির হোসেন

সুখবর পেলেন নাসির হোসেন

স্বদেশ ডেস্ক:

আলোচিত ক্রিকেটার নাসির হোসেনকে এবারের বিপিএলে দেখা যাবে। তিনি ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলবেন। দলটির নেতৃত্ব দেওয়া হয়েছে নাসিরকে।

জানা গিয়েছিল, ঢাকা দলটির নেতৃত্বের দায়িত্বে থাকবেন তাসকিন আহমেদ। তবে শেষ পর্যন্ত নাসিরের কাঁধেই উঠল অধিনায়কত্বের গুরুদায়িত্ব। বৃহস্পতিবার দুপুরে মিরপুরে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে দেখা গেছে জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার নাসিরকে।

বিপিএলের গত আসরে চোটের কারণে খেলতে পারেননি নাসির হোসেন। এবার খেলতে পারা তার জন্য সুখবরই বটে।

অধিনায়কের নাম জানিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ঢাকা ফ্র্যাঞ্চাইজি। তবে বুধবার দুপুরে বিপিএলের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নাসিরের উপস্থিতি দেখে বোঝা গেছে তিনিই নেতৃত্ব দেবেন ঢাকাকে।

পরে অধিনায়ক হিসেবে সংবাদমাধ্যমে দলের প্রত্যাশা ও সম্ভাবনার কথা বলেন নাসির।

‘সবার মতো আমরাও চ্যাম্পিয়ন হতে চাই। আমরা আশাবাদী, খুব ভালো কিছু করব। আমি এর আগেও অধিনায়কত্ব করেছি। প্রত্যেক টুর্নামেন্টেই সবার চ্যালেঞ্জ থাকে। এটা আমাদের জন্য একটা সুযোগ। এখানে ভালো করলে সামনের ক্যারিয়ারেও ভালো হবে। এটাই মনোযোগ থাকবে, সঙ্গে দল যেন ভালো ফল করে।’

অনেক কিছু ভেবে নাসিরকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। নাসিরকে অধিনায়কত্ব দেওয়ার পেছনে দলের ভাবনা জানিয়েছেন ঢাকার টিম ম্যানেজার মেহবার হোসেন অপি।

‘নাসিরকে আমরা অধিনায়ক হিসেবে বেছে নিয়েছি বেশ কিছু কারণে। সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্ব করেছে আগে, বিপিএলেও অধিনায়কত্ব করেছে।’

অপি আরও বলেন, ক্রিকেটারদের সে খুব ভালোভাবে চেনে, তার ওপর ক্রিকেটারদের ভরসা আছে। এছাড়া বিপিএলের মতো টুর্নামেন্টে বিদেশি ক্রিকেটারদের সামলানো, তাদের ঠিকভাবে পরিচালনা করা এবং আরও অনেক দায়িত্ব থাকে। নাসির তা খুব ভালোভাবে পালন করতে পারবে বলে আমাদের বিশ্বাস।

ঢাকার অধিনায়ক ঠিক হওয়ার মাধ্যমে বিপিএলের সাত দলের অধিনায়কের নাম জানা গেল। প্রথমবারের মতো বিপিএলে অধিনায়কত্ব করবেন কেবল ইয়াসির আলি চৌধুরি। খুলনা টাইগার্সের দায়িত্ব পেয়েছেন তিনি।

এছাড়া আনুষ্ঠানিকভাবে প্রথমবার নেতৃত্বভার পেয়েছেন নুরুল হাসান সোহান ও শুভাগত হোম চৌধুরি। রংপুর রাইডার্সের হয়ে টস করতে নামবেন কিপার-ব্যাটসম্যান সোহান। অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত সামলাবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দায়িত্ব।

বাকি তিন দলের মধ্যে সিলেট স্ট্রাইকার্সে মাশরাফি বিন মর্তুজা, ফরচুন বরিশালে সাকিব আল হাসান ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ইমরুল কায়েস অধিনায়কত্ব করবেন।

ঢাকা ডমিনেটরস দল

সরাসরি চুক্তিতে: তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে (শ্রীলঙ্কা), দিলশান মুনাবিরা (শ্রীলঙ্কা)।

ড্রাফট থেকে দেশি: মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন, অলক কাপালি, মনির হোসেন, আরিফুল হক, মুক্তার আলি, মিজানুর রহমান, দেলোয়ার হোসেন।

ড্রাফট থেকে বিদেশি: শান মাসুদ, আহমেদ শেহজাদ (পাকিস্তান), উসমান ঘানি (আফগানিস্তান), সালমান এরশাদ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877