শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
কঠোর নিরাপত্তায় লুলার শপথ গ্রহণ

কঠোর নিরাপত্তায় লুলার শপথ গ্রহণ

স্বদেশ ডেস্ক:

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন লুই ইনাসিও ‘লুলা’ দা সিলভা। ঐতিহাসিক তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করে তিনি অতিমাত্রায় বিভক্ত দেশটিতে ‘জনগণকে নিয়ে ব্রাজিল পুনঃগঠনের’ প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

উগ্র ডানপন্থী পূর্বসূরী জাইর বোলসোনারোর সমর্থকেরা সহিংসতা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কার মধ্যে রোববার বিকেলে (১৮.০০ জিএমটি) তিনি শপথ গ্রহণ করেন।

কংগ্রেসের নিম্নকক্ষ চেম্বার অব ডিপুটিজের তিনি বলেন, ‘ব্রাজিলের প্রতি আমি আশা ও পুনর্গঠনের বার্তা দিচ্ছি।’

শপথ গ্রহণ অনুষ্ঠানে ১৯ জন রাষ্ট্রপ্রধানসহ বিদেশী অতিথিরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন স্পেনের রাজা, জার্মানি, পর্তুগালের প্রেসিডেন্ট।

সূত্র : আলজাজিরা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877