বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০৪:১৮ অপরাহ্ন

শীর্ষ ধনীর তালিকায় বেজোসকে পেছনে ফেললেন বাফেট

শীর্ষ ধনীর তালিকায় বেজোসকে পেছনে ফেললেন বাফেট

স্বদেশ ডেস্ক:

আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোসকে টপকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথওয়ের প্রধান নির্বাহী ওয়ারেন বাফেট এখন বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় পাঁচ নম্বরে উঠে এসেছেন।

তার মোট সম্পদের পরিমাণ ১০৮ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী বিল গেটসের সঙ্গে মাত্র ২ বিলিয়ন ব্যবধান রয়েছে তার। বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ ১৩৮ বিলিয়ন মার্কিন ডলার।

ব্লুমবার্গ বিলয়নেয়ার সূচক অনুযায়ী, বাফেটের সম্পদ জেফ বেজোসের চেয়ে ১ বিলিয়ন মার্কিন ডলার বেশি ছিল। বেজোসের মোট সম্পদের পরিমাণ ১০৭ বিলিয়ন মার্কিন ডলার। অথচ এ বছরের শুরুতে ইলন মাস্কের চেয়ে সম্পদের দিক থেকে ১৭০ বিলিয়ন মার্কিন ডলারে পিছিয়ে ছিলেন বাফেট। এ সময় বেজেসের চেয়ে ৯০ বিলিয়ন ও গেটসের চেয়ে ৩০ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ কম ছিল তার। কিন্তু বছর না পেরোতেই তিনি বেজোসকে টপকে গেছেন এবং গেটস ও ইলন মাস্ককে ছুঁয়ে ফেলার কাছাকাছি চলে এসেছেন। এটা সম্ভব হয়েছে বার্কশায়ারের শেয়ারের দাম বেড়ে যাওয়ার কারণে। শেয়ারের মূল্যবৃদ্ধিতে বাফেটের ৯৯ শতাংশ সম্পদ বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, মাইক্রোসফটের শেয়ারের মূল্য কমেছে ৩০ শতাংশ আর আমাজনের প্রায় ৫০ শতাংশ। টেসলার শেয়ারের দাম ৭০ শতাংশ পর্যন্ত পড়ে গেছে। কিন্তু, বার্কশায়ারের শেয়ারের দাম বেড়েছে ২ শতাংশ। এর মধ্যে আবার বাফেট ৫ বিলিয়ন মার্কিন ডলার দাতব্য খাতে ব্যয় করেছেন। তা না হলে তার সম্পদ আরও বাড়ত।

ধনকুবেরের তালিকায় শীর্ষে রয়েছেন বার্নার্ড আর্নল্ট। তিনি ফ্রান্সের বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার সম্পদের পরিমাণ ১৬৫ বিলিয়ন মার্কিন ডলার। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ভারতের শিল্পপতি গৌতম আদানি। তার সম্পদের পরিমাণ ১২১ বিলিয়ন মার্কিন ডলার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877