ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে শাহিদা বেগম (৫০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের পশারিবুনিয়া গ্রামের মো: সাইয়েদুর রহমান শিকদারের স্ত্রী।
আজ বুধবার ভোরে তিনি মারা যান।
এ নিয়ে ডেঙ্গুতে খুলনায় দুই নারীসহ ছয়জনের মৃত্যু হলো।
খুমেক হাসপাতাল সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত পৌঁনে ৮টার দিকে শাহিদা বেগমকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি বেশ কিছুদিন ধরে ডেঙ্গু জ্বরে রোগে ভুগছিলেন। আজ ভোরে তিনি মারা যান।
নিহতের পারিবারিক সূত্রে পিরোজপুর সংবাদদাতা জানিয়েছেন, গত রোববার তাকে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে খুমেকে নেয়া হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর ব্যাপারটি নিশ্চিত করেছেন।