স্বদেশ ডেস্ক: ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তার হাত ধরেই ৩৬ বছর পর বিশ্বকাপ ঘরে তোলে আর্জেন্টিনা। অন্যদিকে ২৮ বছর পর ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার ধোনির বাড়িতেই সদ্য বিশ্বকাপ জেতা মেসি উপহার হিসেবে জার্সি পাঠালেন।
ভারতের সাবেক অধিনায়কের মেয়ে জিভার জন্য নিজের স্বাক্ষর করা জার্সি পাঠান আর্জেন্টিনার অধিনায়ক। ছোট্ট জিভা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ধোনির সই করা জার্সির ছবি দিয়েছেন।
ভারতীয় ফুটবল লিগ আইএসএলে চেন্নাইয়িন এফসির সঙ্গে যুক্ত ধোনি। দলের খেলা থাকলে মাঝেমধ্যেই গ্যালারিতে দেখা যায় তাকে। সঙ্গে থাকতেন তার মেয়েও। জিভাও যে বাবার মতো ফুটবল ভালবাসে তা তার আর্জেন্টিনার জার্সি গায়ে ছবি দেখেই বোঝা যাচ্ছে।
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহ মেসির সই করা জার্সি উপহার পেয়েছেন। কাতার বিশ্বকাপ থেকে তার জন্য এই উপহার নিয়ে এসেছেন ভারতীয় দলের সাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝা।
মেসি কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গিয়েছেন। জানেন ভারতে ক্রিকেটের জনপ্রিয়তার কথাও। তাই আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিতে নিজের সই করে দিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সেক্রেটারিকে।