শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

কাউকে ছাড় দেওয়া হবে না: অলি আহমদ

কাউকে ছাড় দেওয়া হবে না: অলি আহমদ

স্বদেশ ডেস্ক:

অন্যায়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না ‍হুঁশিয়ারি দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ। আজ রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

অলি আহমদ বলেন, প্রশাসন হলো জনগণের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ভরণপোষণ, বেতন ভাতা জনগণই বহন করে। তাদের টাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পালিত হয়। বিশেষ গোষ্ঠীর স্বার্থরক্ষার জন্য কাউকে হত্যা করা কতটুকু যুক্তিসম্মত? প্রত্যেকটি অন্যায়ের বিচার হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।

পঞ্চগড়ে পুলিশের গুলিতে বিএনপি নেতা আবদুর রশিদের মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন অলি আহমদ। আবদুর রশিদকে আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন, তার জন্য প্রার্থনা করেন তিনি।
অলি আহমদ বলেন, বর্তমান স্বৈরাচার সরকার ক্ষমতা চিরস্থায়ী করতেই বিরোধী দলের নেতাকর্মীদের হত্যা করেছে। বাংলার মাটিতেই একদিন এসব হত্যার বিচার হবে। যারাই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আইনের মুখোমুখি হতে হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877