স্বদেশ ডেস্ক;
নিউইয়র্কের ব্রঙ্কসে সামাজিক সংগঠন হৃদয়ে বাংলাদেশের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ই ডিসেম্বর রবিবার দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিল সীমিত আকারে খাবার ও পোষাকের স্টল, শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি,নৃত্য, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট জনদের ক্রেষ্ট প্রদান,মঞ্চ নাটক স্মৃতি ৭১ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সুচনা হয় বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে স্ট্রালিং বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুলের জাতীয় স্মৃতিসৌধের প্রতিকৃতির সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরু হয়ে মুল অনুষ্ঠানস্থল সেন্ট হেলেনা ক্যাথলিক চার্চ প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।শোভাযাত্রায় নেতৃত্ব দেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন সাইকেলওয়ালা।অন্যান্যের মধ্যে যোগদান করেন বীরমুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা,আব্দুস শহীদ,হাসান আলী,শেখ জামাল হোসেন,জামাল আহমেদ,হৃদয়ে বাংলাদেশের সাধারন সম্পাদক পল্লব সরকার,অনুষ্ঠানের আহ্বায়ক মাকসুদা আহমদ,সালমা সুমি,শিল্পী তানিয়া। মুল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্ক স্টেট এসেম্বলী মেম্বার কারনেস রায়েস।অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মুলধারার রাজনীতিবিদ মোহাম্মদ এন মজুমদার,স্পন্সার আব্দুল আহাদ,নিউইয়র্ক মহানগর আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,ব্রঙ্কস আওয়ামীলীগের সভাপতি আব্দুল মুহিত প্রমূখ। অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল বাংলাদেশের বিখ্যাত শিল্পী রথীন্দ্র নাথ রায়,বাউল কালা মিয়া ও শিল্পী তানিয়ার কন্ঠে মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা। হল ভর্তি দর্শকরা আনন্দ উৎসাহের মাধ্যমে পুরো অনুষ্ঠানমালা উপভোগ করেন।অনুষ্ঠান প্রসঙ্গে হৃদয়ে বাংলাদেশ সভাপতি সাইদুর রহমান লিংকন জানান হৃদয়ে বাংলাদেশ সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা বিভিন্ন জাতীয় অনুষ্ঠান করে আসছি নিয়মিতভাবে।আমরা ব্রঙ্কসে বসবাসকারী বাংলাদেশীদের বিনোদনের জন্য সবসময় বিভিন্ন অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখব।