স্পোর্টস ডেস্ক:
দিনের শুরুতে শ্রেয়াস আইয়ারকে ফিরিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ভারতের অষ্টম উইকেট জুটিও চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে সাকিব-লিটনদের জন্য। অষ্টম উইকেটে ৫৫ রানের হার না মানা জুটি গড়ে লাঞ্চে গেছেন রবিচন্দ্রন আশ্বিব ও কুলদীপ যাদব। ফলে ভারতের রান এখন ৭ উইকেটে ৩৪৮। গতকালের ব্যর্থতা ভুলে বেশ দাপটের সাথেই দিনের শুরুটা করেছিল বাংলাদেশ। ৮৬ রান করা শ্রেয়াসকে ফিরিয়ে দারুণ কিছুর আভাস দেন এবাদত হোসেন। যখন মনে হচ্ছিল, এবার হয়তো ৩১০/২০ এর মাঝে বেঁধে ফেলা যাবে ভারতকে, তখনই ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে এই জুটি। এর আগে প্রথম দিনে টসে জিতে ব্যাটিং নিয়ে চেতেশ্বর পূজারা-শ্রেয়াস আইয়ারের জোড়া ফিফটিতে ৬ উইকেটে ২৭৮ রান তুলে দিন শেষ করে ভারত। পূজারা ৯০ রানে আউট হলেও ১৬৯ বলে ১০ চারে ৮২ রানে আইয়ার অপরাজিত থাকেন।