শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৮ অপরাহ্ন

খাগড়াছড়িতে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

খাগড়াছড়িতে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

স্বদেশ ডেস্ক:

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে মো: সাজ্জাদ হোসেন(২৪) নামে এক প্রবাসীর গলাকাটা লাশ রবিবার উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, সেমুতাং গ্যাস ফিল্ড এলাকার বাসিন্দা মো: মাসুদ রানার পুত্র কাতার প্রবাসী মো: সাজ্জাদ হোসেনকে শনিবার রাতের কোনো এক সময়ে নিজ কক্ষে গলা কেটে কে বা কারা রেখে যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মোস্তাফিজ, খালাত ভাই আবু বকর ও প্রতিবেশি সিএনজি চালক ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার মানিকছড়ি সার্কেল একেএম কামরুজ্জামান ও মানিকছড়ি থানার ওসি মো: শাহানুর আলম ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে যান। মানিকছড়ি থানার ওসি মো: শাহানুর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে। লাশ পোস্টমর্টেম জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877