স্বদেশ ডেস্ক:
বিদেশে থাকা চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। আজ রোববার বেলা ১১টার দিকে সংসদ ভবনে স্পিকারের দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দেন বিএনপির পাঁচ সংসদ সদস্য।
এ বিষয়ে ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা (বিএনপির এমপি) আমার কাছে স্ব স্ব সাক্ষরযুক্ত সাত জনের আবেদন জমা দিয়েছেন। পাঁচ জন সশরীরে ছিলেন, তাদেরটা গ্রহণ করা হয়েছে। সংবিধানের ৬৭(২) অনুযায়ী ওই আসনগুলো শূন্য হয়ে গেছে। বাকি দুজনের আবেদন যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেব।’
এ বিষয়ে স্পিকার বলেন, ‘হারুন অর রশীদ পদত্যাগপত্র পাঠিয়েছেন ই-মেইলে। তার সাক্ষর স্ক্যান করে বসানো হয়েছে। এটা গ্রহণ করা হবে না। তাকে আবার পদত্যাগপত্র পাঠাতে হবে।’
অপরদিকে আব্দুস সাত্তার অসুস্থ থাকায় সংসদ সচিবালয় তার স্বাক্ষর মিলিয়ে দেখবে ও কথা বলবে বলে জানান স্পিকার।