স্বদেশ ডেস্ক:
১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ ও ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধানের সাথে দেখা করে এসে ডিবি কার্যালয়ের সামনে তারা এ কথা জানান।
বিএনপির এই দুই নেতা বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে দলের আবেদনের প্রেক্ষিতে গোলাপবাগ মাঠে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে।