শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৭:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজারের রামুতে পাহাড় ধসে নারীসহ ৪ জনের মৃত্যু

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে নারীসহ ৪ জনের মৃত্যু

স্বদেশ ডেস্ক:

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে মাটিচাপা পড়ে একই পরিবারের তিন নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়াঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন আজিজুর রহমান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪৫) শ্বাশুড়ি দিল ফরাজ বেগম (৬৫) ও আজিজুর রহমানের মেয়ে নাসিমা বেগম (২৩)।

রামুর কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম বলেন, আজিজুর রহমানের পরিবারের সকলে রাতের খাবার খাওয়ার সময় হঠাৎ পাহাড় ধস হয়। এ সময় পাহাড়ের মাটি বাড়ির রান্নাঘরে পড়লে তারা মাটি চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালায়।

রামু সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, পাহাড়ের পাশে গড়ে উঠা কয়েকটি ইটভাটার জন্য ওই পাহাড় থেকে মাটি কাটা হচ্ছিল। এ কারণে পাহাড়টি খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এতে করে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রামু থানার পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877