মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন

বিএনপি অফিস থেকে চাল, খিচুড়িসহ ১৫টি ককটেল উদ্ধারের দাবি

বিএনপি অফিস থেকে চাল, খিচুড়িসহ ১৫টি ককটেল উদ্ধারের দাবি

স্বদেশ ডেস্ক:

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানকালে খিচুড়ি, চাল ও ডেকচিসহ ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। তিনি বলেন, ‘বিএনপি কার্যালয়ে তল্লাশিকালে ২ লাখের বেশি নগদ টাকা, ১৬০ বস্তা চাল, খিচুড়ি ও খিচুড়ি রান্নার উপকরণ, পৌনে ২ লাখ বোতল পানি এবং ডেক-ডেকচি উদ্ধার করা হয়েছে।’

বুধবার সন্ধ্যায় নয়াপল্টন কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অভিযানকালে কার্যালয় ও আশপাশের এলাকা থেকে ৩ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলেও জানান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি আরো দাবি করেন, ‘সংঘর্ষে অনেক পুলিশ আহত হয়েছেন, তাদের ওপর ককটেল ছোঁড়া হয়েছে। আহতরা রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। সংখ্যা এখন বলতে পারব না, আমরা এখন হাসপাতালে যাচ্ছি।’ উদ্ধার হওয়া ককটেলগুলো পরে নিষ্ক্রিয় করা হয় বলেও জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877