শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউইয়র্কে আজ পালিত হবে ‘গাইবান্ধা হানাদারমুক্ত দিবস’

নিউইয়র্কে আজ পালিত হবে ‘গাইবান্ধা হানাদারমুক্ত দিবস’

স্বদেশ ডেস্ক: গাইবান্ধা হানাদারমুক্ত দিবস’ উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আজ ৭ ডিসেম্বর বুধবার বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৭ ডিসেম্বর) বিকেল ৫ টায় জ্যাকসন হাইটস্ এর ডাইভারসিটি প্লাজায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধারা। এরপর সন্ধ্যা ৬ টায় জ্যাকসন হাইটস এর জুইস সেন্টারে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। গাইবান্ধা ইউএসএ ইন্ক এর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম। ‘গাইবান্ধা মুক্তির বারতা’ বইয়ের মোড়ক উন্মোচন করবেন একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রবীন্দ্রনাথ রায়। আলোচক হিসেবে বক্তব্য রাখবেন গাইবান্ধা ইউএসএ ইন্ক এর সভাপতি মো. শাজাহান সরকার এবং সাধারণ সম্পাদক রেজা রহমান। অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন গাইবান্ধা হানাদারমুক্ত দিবস উদযাপন উপ-পরিষদ এর আহ্বায়ক মো. আব্দুল আউয়াল দুলাল এবং সদস্য সচিব জিয়াউর রহমান হেনরী।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877