স্বদেশ ডেস্ক:
তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্য নিয়ে ঢাকার নয়াপল্টনে জনসভা করতে চায় বিএনপি। রোববার চট্টগ্রাম জেলার উত্তর ও দক্ষিণ ইউনিটের আয়োজনে অনুষ্ঠিতব্য জনসভার আগে নগরীর পোলো গ্রাউন্ডে শনিবার সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তাদের আবেদনের ভিত্তিতে বিএনপিকে ১০ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে সরকার। কিন্তু তারা সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করতে চায়, অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।’
তিনি আরো বলেন, সরকার বিএনপি-জামায়াত জোটকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেবে না।
সূত্র : ইউএনবি