বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সমাবেশে বন্ধ ইন্টারনেট সেবা

রাজশাহীতে সমাবেশে বন্ধ ইন্টারনেট সেবা

স্বদেশ ডেস্ক:

রাজশাহীতে মাদরাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশের শুরু থেকেই ইন্টারনেট বন্ধ রয়েছে বলে অভিযোগ করছেন স্থানীয় ও সমাবেশে আগত নেতাকর্মীরা।

সকাল সাড়ে ১০টায় সমাবেশ শুরুর পর থেকেই ইন্টারনেট নেবা বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ নেতাকর্মীদের।

অভিযোগ রয়েছে, রাজশাহীর পাঠানপাড়া, সিপাইপাড়া, লক্ষ্মীপুর, ফায়ার সার্ভিসের মোড়, বর্নালী, নগরভবন এলাকায় কোনো ইন্টারনেট নেই। এমন কি এসব এলাকার ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধাও বন্ধ করে রাখা হয়েছে।

স্থানীয় একটি আইএসপি সার্ভিস প্রভাইডার কোম্পানির কর্মী জানান, মোবাইল ইন্টারনেটের পাশাপাশি বন্ধ রয়েছে ব্রডব্যান্ড সেবা। তিনি জানান, মূল সার্ভার থেকেই নাকি ইন্টারনেট বন্ধ রয়েছে।

রাজশাহীর বিভাগীয় এ গণ-সমাবেশে ১৫ লাখ লোকের সমাগমের টার্গেট করেছে বিএনপি। বিএনপির দাবি সমাবেশে রাজশাহী বিভাগের ৮ জেলা ও আশপাশের জেলা থেকে গণসমাবেশে ১৫ লাখের বেশি লোকের সমাগম হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877