শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:৪৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
একগ্লাস পানি ২৮৩ টাকা, আধা লিটার বিয়ার ১৫০০ টাকা

একগ্লাস পানি ২৮৩ টাকা, আধা লিটার বিয়ার ১৫০০ টাকা

স্বদেশ ডেস্ক:

এক গ্লাস পানির দাম ২৮৩ টাকা! অবাক হলেও এইটাই সত্য। কাতার বিশ্বকাপে আগত দর্শকদের এক গ্লাস পানি খেতে ১০ কাতারি রিয়াল বা দুই দশমিক ৭৫ ডলার গুনতে হবে। যা বাংলাদেশী মুদ্রায় যা ২৮৩ টাকা। এ তো গেলো পানির দাম। এবার বিয়ারের মূল্য শুনলে চোখ কপালে উঠবে! আধা লিটার বিয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪ ডলার বা প্রায় ১৫০০ টাকা! যেখানে গত রাশিয়া বিশ্বকাপের তুলনায় দ্বিগুণেরও বেশি। গত বিশ্বকাপে আধা লিটারের বিয়ারের দাম ছিল ছয় ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৬১৯ টাকা।

অবশ্য কাতারের অধিকাংশ নাগরিক ইসলাম ধর্মালম্বী হওয়ায় প্রথমে বিশ্বকাপে অ্যালকোহল নিষিদ্ধ করেছিল কাতার। কিন্তু আন্তর্জাতিক চাপে পড়ে শেষ পর্যন্ত সীমিত পরিসরে অনুমতি দেয়া হয়েছে বিয়ার পানে। তবে তার মূল্য বাড়িয়ে দেয়া হয়েছে অ্যালকোহল গ্রহণে স্বাগতিকদের নিরুৎসাহিত করতে। কিন্তু অ্যালকোহলবিহীন একই পরিমাণ বিয়ারের দাম ৩০ কাতারি রিয়াল বা আট দশমিক ২৪ ডলার। বাংলাদেশী মুদ্রায় প্রায় ৮৫০ টাকা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877