রবিবার, ১৯ মে ২০২৪, ০২:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
স্বেচ্ছাসেবক লীগের র‌্যালি থেকে ফেরার পথে ছুরিকাঘাতে কিশোর নিহত দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় চরম তাপপ্রবাহ আসন্ন বিপদের ইঙ্গিত দ্বিতীয় ধাপে কোটিপতি প্রার্থী বেড়েছে ৩ গুণ, ঋণগ্রস্ত এক-চতুর্থাংশ: টিআইবি সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার শহীদ ২ দিনের রিমান্ডে ‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় দীপিকা, স্ত্রীর সাফল্যে উচ্ছ্বসিত রণবীর খরচ বাঁচাতে গিয়ে দেশের ক্ষতি করবেন না: প্রধানমন্ত্রী জেরুসালেম-রিয়াদের মধ্যে স্বাভাবিককরণ চুক্তির মধ্যস্থতায় সৌদি বাইডেনের সহযোগী ‘ইসরাইলকে ফিলিস্তিন থেকে বের করে দাও’ এসএমই মেলার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী ইরান ২ সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে!
অবশেষে নৈশভোজে মুখোমুখি মোদি ও জিনপিং

অবশেষে নৈশভোজে মুখোমুখি মোদি ও জিনপিং

স্বদেশ ডেস্ক:

তিন বছর আগে ভারতের তামিলনাড়ু রাজ্যের মমল্লপুরমে শেষবার পাশাপাশি দেখা গিয়েছিল তাদের দু’জনকে। ওই সময় দ্বিপক্ষীয় কূটনীতিতে ছিল বন্ধুত্বের বার্তা। মঙ্গলবার ইন্দোনেশিয়ার বালিতে জি-২০ শীর্ষ সম্মেলনের নৈশভোজে ফের দেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের। লাদাখের গালওয়ান উপত্যকার ওই রক্তাক্ত সংঘর্ষের ঘটনার পর প্রথমবার।

জি-২০ শীর্ষ সম্মেলনের নৈশভোজে মঙ্গলবার রাতে মুখোমুখি হওয়ার পরে করমর্দন করেন মোদি ও জিনপিং। কিছুক্ষণ কথাও বলেন তারা। তবে লাদাখ-ঘটনার পর এই প্রথম জনসমক্ষে তাদের দেখা গেলেও দুই রাষ্ট্রনেতার আলাদাভাবে বসার সম্ভবনা নেই বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানাচ্ছে।

উল্লেখ্য, ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরেই চীনের প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে সক্রিয় হয়েছিলেন মোদী। নিজের রাজ্য গুজরাতে নিয়ে গিয়েছিলেন জিনপিংকে। ২০২০ সালের গালওয়ান-ঘটনার পর সেই প্রচেষ্টায় ইতি পড়ে গিয়েছিল। গত সেপ্টেম্বরে উজবেকিস্তানের সমরকন্দে সাংহাই কোঅপারেশনের শীর্ষ বৈঠকে মোদি এবং জিনপিংয়ের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত দুই রাষ্ট্রনেতার দেখা হয়নি।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877