স্বদেশ ডেস্ক:
ইউক্রেনের রাজধানী কিয়েভের অন্তত অর্ধেক লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। কিয়েভের মেয়র মঙ্গলবার এ কথা জানান।
রাশিয়ার হামলার পর জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মেয়র ভিতালি ক্লিৎসচকো বলেন, ‘রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে বিদ্যুৎ বিভাগ ইউক্রেন জুড়ে জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে দেয়।’
তিনি আরো বলেন, এর ফলে রাজধানীর কমপক্ষে অর্ধেক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
সূত্র : বাসস