শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্বকাপ জয়ের ৩ দিন পরেই মাঠে নামতে হচ্ছে, বিরক্ত মঈন

বিশ্বকাপ জয়ের ৩ দিন পরেই মাঠে নামতে হচ্ছে, বিরক্ত মঈন

স্বদেশ ডেস্ক:

অস্ট্রেলিয়ার মাটিতে কেবলই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। তবে ট্রফি জয়ের উৎসব বেশিদিন করতে পারছে না ইংলিশ দল। ঠাসা সূচির কারণে ৩ দিন পরেই মাঠে নামতে হচ্ছে দলটিকে। এ জন্যই ক্ষোভ প্রকাশ করেছেন ইংল্যান্ডের অন্যতম তারকা মঈন আলী।

ইংল্যান্ড অলরাউন্ডারের মতে এভাবে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি তৈরির কি আদৌ কোনো মানে আছে! মঈন বলেন, ‘তিন দিনের মধ্যেই ফের ম্যাচ (টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পরবর্তীতে)! ব্যাপারটা খুবই জঘন্য। ক্রিকেটার হিসেবে আমরা এই জঘন্য বিষয়টির সঙ্গে ধীরে ধীরে মানিয়েও নিয়েছি এখন। ব্যাপারটা এখন সয়ে গেছে। তবে প্রতিক্ষেত্রে ১০০ শতাংশ উজাড় করে দেওয়াটা অত্যন্ত কঠিন। বিশেষ করে প্রতি ২ থেকে ৩ দিন অন্তর খেলাটা আরও বেশি কঠিন হয়ে দাঁড়ায়।’

ইংল্যান্ডকে অবশ্য সিরিজ খেলতে খুব দূরে যেতে হচ্ছে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের মাটিতেই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবেন জস বাটলাররা। এই সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল আগেই ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে তাদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপের শিরোপা জিতে নিয়েছে ইংল্যান্ড দল। ২০১০ সালে ওয়েস্ট ইন্ডিজে পল কলিংউডের নেতৃত্বে শিরোপা জয়ের ১২ বছর বাদে তারা ফের টি-টোয়েন্টির শিরোপা জিতে নিয়েছে।

আগামী ১৭ নভেম্বর অ্যাডিলেডে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877