শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৮:১৫ অপরাহ্ন

নোরাকে নিয়ে ‘প্রতারণা’, ১৫ হাজারে বিক্রি হচ্ছে টিকিট

নোরাকে নিয়ে ‘প্রতারণা’, ১৫ হাজারে বিক্রি হচ্ছে টিকিট

বিনোদন ডেস্ক:

বলিউডের ‘আইটেম গার্ল’খ্যাত শিল্পী নোরা ফাতেহির ঢাকায় আসা নিয়ে জলঘোলা কম হয়নি। অবশেষে আগামী ১৮ নভেম্বর তার ঢাকায় আসার অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়। উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, কেবল একটি তথ্যচিত্রের শুটিংয়ের অংশ নিতে নোরা ঢাকায় আসার অনুমতি পেয়েছে। তথ্যচিত্রের শুটিং ছাড়া অন্য আর কোনো কাজে অংশ নিতে পারবেন না তিনি।

তবে যে প্রতিষ্ঠানটি (গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড) নোরাকে ঢাকার আনার অনুমতি নিয়েছে তারাই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজক। আর সেই অনুষ্ঠানের টিকিটও বিক্রি হচ্ছে দেদারছে। অথচ তথ্যচিত্র ছাড়া আর কোনো অনুষ্ঠান আয়োজন করার অনুমতি দেয়নি তথ্য মন্ত্রণালয়।

কিন্তু প্রজ্ঞাপনের তোয়াক্কা না করে তিনটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি করছে আয়োজক প্রতিষ্ঠানটি। খোঁজ নিয়ে জানা যায়, ‍নোরার অনুষ্ঠানের ভিআইপি টিকিট ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা।
এদিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, নোরাকে ঢাকায় এনে অনুষ্ঠান করার ও তার টিকিট বিক্রির অনুমতি দেওয়া হয়নি।

অন্যদিকে ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড’ প্রতিষ্ঠানের সভাপতি ইশরাত জাহান জানান, তথ্য মন্ত্রণালয় তাকে টিকিট বিক্রির অনুমতি দিয়েছে। আর নোরাও এক ভিডিওবার্তায় জানিয়েছেন, ১৮ নভেম্বর ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড’র আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

নোরার ঢাকায় আসা নিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে যেসব শর্ত দেওয়া হয় তার মধ্যে আছে- তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে ১৮ নভেম্বর নোরা ফতেহি ঢাকায় অবস্থান করতে পারবেন। শুটিংয়ের বাইরে নোরা ফতেহি আর কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

এমনকি ওই তথ্যচিত্র নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877