শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:২৯ অপরাহ্ন

বিশ্বকাপে মেসির চোখে ফেভারিট যারা

বিশ্বকাপে মেসির চোখে ফেভারিট যারা

স্বদেশ ডেস্ক:

কাতার বশ্বকাপ শুরু হতে আর মাত্র ৫ দিন বাকি। এরইমধ্যে সবকটি দেশ নিজেদের দল চূড়ান্ত করেছে। আসরের অন্যতম ফেভারিট দল আর্জেন্টিনা। কেননা ২০১৯ সাল থেকে তারা টানা ৩৫ ম্যাচে অপরাজিত রয়েছে। তবে বিশ্বকাপে নিজেদের ফেভারিট তকমা দিতে রাজি নন লিওনেল মেসি। তার মতে এই ব্যাপারটি দলে বাড়তি চাপ এনে দেবে।

মেসির নেতৃত্বে গত বছর কোপা আমেরিকা জয় করে আর্জেন্টিনা। সম্প্রতি কনমেবলের এক সাক্ষাৎকারে হোস্ট ইজিকুয়েল লাভেজ্জিকে মেসি বলেন, ‘কোপা আমেরিকা ছিল বিশেষ কিছু। কেননা এটিকে আমি খুব করে চাইছিলাম। এটার জন্য আমাকে অনেক লড়তে হয়েছে।’

তিনি আরও বলেন, আমি ইতোমধ্যে অনেকগুলো ফাইনাল হেরেছি। বার্সেলোনার হয়ে আমি সব জিতেছি। তবে জাতীয় দলের হয়ে এটা আমার ছিল না।’
এরপর বিশ্বকাপ নিয়ে মেসি বলেন, ‘এখন সব দলের বিপক্ষে খেলাই কঠিন। (বিশ্বকাপে) সব দলকে হারানোই কঠিন হবে। (অপরাজিত থাকার পথে) ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে আমরা খুব বেশি ম্যাচ খেলিনি। যদিও ওরা আমাদের বিপক্ষে খেলতে পছন্দ করে না। তবে লাতিন দলগুলোকে হারানোও কঠিন। আর আমরা ভালো ফর্ম নিয়েই বিশ্বকাপে খেলব। কিন্তু আমরা ফেবারিট তকমার ফাঁদে পা দিয়ে বিশ্বাস করতে পারি না, ফেবারিট হওয়ায় এমনিতেই জিতব। আমাদের বাস্তববাদী হতে হবে এবং ম্যাচ ধরে ধরে এগোতে হবে।’

তবে বিশ্বকাপে কোন দলগুলোকে এগিয়ে রাখছেন মেসি? জবাবে ৭ বারের ব্যাল ডি’অর জয়ী বলেন, ‘প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলই কাছাকাছি। কিছু চমক থাকে, তবে সাধরণভাবে বড় দলগুলো এগিয়ে থাকে। আমার মতে ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ড অন্যদের থেকে কিছুটা এগিয়ে রয়েছে। তবে যেকোনো কিছুই হতে পারে।’

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের মুখোমুখি হয়ে কাতার বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। তার আগে বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে স্কালোনির দল।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877