স্বদেশ ডেস্ক:
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট তার সদ্যজাত সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতাল ত্যাগ করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ছাড়পত্র নিয়ে হাসপাতাল ত্যাগ করার সময়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন আলিয়া ভাট। সেসব ছবিতে দেখা যায়, গাড়িতে বসে আছেন আলিয়া। আলিয়ার চোখ-মুখ থেকে মাতৃত্বের উজ্জ্বল দ্যুতি ছড়াচ্ছে!
গত রোববার এইচএন রিলায়েন্স হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন আলিয়া। তারপর থেকেই কাপুর ও ভাট পরিবারে আনন্দের হাওয়া বইছে। খুশির জোয়ারে ভাসছে ভাট-কাপুর পরিবার। কন্যাকে প্রথম কোলে তুলে নিয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন রণবীর কাপুর।
উল্লেখ্য, ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া-রণবীর। তারপর দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেন এই যুগল। তাদের প্রেম-বিয়ে নিয়ে সব জল্পনার অবসান ঘটিয়ে গত ১৪ এপ্রিল মুম্বাইয়ের পালি হিলসের রণবীরের ‘বাস্তু’ বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। বিয়ের আড়াই মাস পেরোনোর আগেই মা হওয়ার ঘোষণা দেন আলিয়া।