স্বদেশ ডেস্ক:
গত বছরের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে দেশটির নারীদের ওপর নানা বিধিনিষেধ আরোপ করেছে। এবার নতুন করে আফগান নারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির নৈতিক পুলিশ।
রয়টার্স জানিয়েছে, কাবুলে এখন নারীরা বিনোদন পার্কে প্রবেশ করতে পারবেন না। দেশটির পুণ্যের প্রচার ও পাপ প্রতিরোধ মন্ত্রণালয়ের এক মুখপাত্র নারীদের পার্কে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে রয়টার্সের পক্ষ থেকে এই ব্যাপারে মন্তব্য চাইলে বিস্তারিত কিছু জানাননি বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এই নারী আরও বলেন, আমি পার্কে ঢোকার জন্য তাদের অনেক অনুরোধ করেছি কিন্তু তারা আমায় অনুমতি দেয় নি। এখন আমরা তাই বাড়ি ফিরে যাচ্ছি।
নাম না প্রকাশের শর্তে পার্কের দুই অপারেটর বলেন, তালেবান কর্মকর্তারা তাদের পার্কে নারীদের প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছেন।