স্বদেশ ডেস্ক:
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের প্রথম সেমিফাইনাল। প্রথম সেমিফাইনাল খেলতে মাঠে নেমেছে পাকিস্তান ও নিউজিল্যান্ড। যেখানে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
আজ জয়ী দল চলে যাবে ফাইনালে, বিপরীতে পরাজিত দলকে ধরতে হবে দেশের বিমান। উত্তেজনাকর এই ডু অর ডাই ম্যাচে দুই দলের একাদশেই নেই কোনো পরিবর্তন। শেষ ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে দুই দল।
পাকিস্তান একাদশ : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, শান মাসুদ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ ও ওয়াসিম জুনিয়র।
নিউজিল্যান্ড একাদশ : ডেভন কনওয়ে, ফিন এলেন, কেন উইলিয়ামসন, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জিমি নিশাম, মিচেল সান্টনার, ইশ সোধি, লুকি ফার্গুনসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।