শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
জামালপুর জেলা সমিতির মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

জামালপুর জেলা সমিতির মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান

স্বদেশ রিপোর্ট: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ‘জামালপুর জেলা সমিতি ইউএসএ ইনক্’র বার্ষিক মিলনমেলা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ৯ অক্টোবর নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ‘গোল্ডেন প্যালেস ব্যাংকুয়েড হলে’র মনোরম পরিবেশে এ সমাবেশে যুক্তরাষ্ট্রে বসবাসরত জামালপুরবাসীরা নিউইয়র্ক, নিউজার্সী, কানেকটিকাট ও পেনসিলভেনিয়াসহ বিভিন্ন অঙ্গরাজ্য থেকে সপরিবারে যোগ দেন।
হৃদয়ের উষ্ণতা আর সম্প্রীতির বন্ধনে চার শতাধিক প্রবাসীর এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অজিত ভৌমিক। পবিত্র কোরআন থেকে পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান এবং পবিত্র গীতা থেকে পাঠ করেন সংগঠনের সভাপতি অজিত ভৌমিক। এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীতের পরিবেশনের পর অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠান আয়োজক কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার শফিকুল আকন্দ পিই.। কমিটির সদস্য-সচিব রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এ এস এম আশাফুদ্দৌল্লাহ্ (লিটন)। পরে সাধারণ সম্পাদক কার্যকরী কমিটির সকল কর্মকর্তাকে পরিচয় করিয়ে দেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সংগঠনের সাবেক প্রধান নির্বাচন কমিশনার কৃষিবিদ আশরাফুজ্জামান, উপদেষ্টা ও সাবেক সভাপতি মোর্শেদা জামান, উপদেষ্টা ও সাবেক সভাপতি আবু হায়াত মোস্তফা হেলাল, বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান শেলী, উপদেষ্টা শাহ মো. ইমরান খান (শাহীন), কৃষিবিদ মোহাম্মদ মমিন, বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সার্জন মোঃ বদিউজ্জামান (জামান), সাবেক সহ-সভাপতি জি ইউ টি হেলাল, বিশিষ্ট সংগঠক শেরপুর জেলা সমিতির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন, খন্দকার সালমান, মো. সেলিম, ডা. দীতি ভৌমিক, ডা. সনু সাহুনী, কমিনিটি লিডার শেখ জামাল হোসাইন, রেজা আব্দুল্লাহ (স্বপন), মো. কামাল হোসেন, মোখলেছুর রহমান, মো. এ, আই খান বিপ্লব, সৈয়দ আহমেদ বাবলা, মো. নুরুজ্জামান, নূর নবী, মো. সাইফুল ইসলাম, মো. আজিজুর রহমান, মো. নছিব, মো. পিন্টু, মো. সামিউল, মো. মোমিন প্রমুখ।
অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন আশরাফুজ্জামান, মোর্শেদা জামান, আবু হায়াত মোস্তফা হেলাল, অজিত ভৌমিক, সাইদুর রহমান শেলী, শাহ মো. ইমরান খান (শাহীন), মো. আনোয়ার হোসেন, মো. মমিন, মো. বদিউজ্জামান (জামান), শেখ জামাল হোসাইন, রেজা আব্দুল্লাহ (স্বপন), মো: শরিফুল ইসলাম (মিন্টু), রবিউল ইসলাম, এএসএম আশাফুদ্দৌল্লাহ্ (লিটন), মো. আহসান হাবীব, মো. রফিক হাসান, এস,এম হাসান আরিফ এবং মো. মাসুম প্রমুখ।
অনুষ্ঠানে পরিবেশন করা হয় সুস্বাদু বাঙালী খাবার।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো প্রবাসের জনপ্রিয় শিল্পীগণের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এই পর্ব পরিচালনা করেন দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান (মিরন)। সংগীত পরিবেশন করেন শাহ মাহবুব, শশী, খন্দকার সালমান এবং সামিয়া ইসলাম। সবশেষে ছিলো নৈশ ভোজ।
সংগঠনের সভাপতি অজিত ভৌমিক সমাবেশ থেকে প্রবাসের সকল জামালপুরবাসীকে পরবর্তী কার্যক্রমে অংশ নেয়ার আহবান জানান এবং অনুষ্ঠানে আগত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বর্নাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877