স্বদেশ ডেস্ক:
অবরুদ্ধ গাজায় অক্টোবরে চার হাজার ১৯৬ শিশুর জন্ম হয়েছে এবং ২৮৪ জন সন্তানসম্ভবা বলে ঘোষণা জানিয়েছে ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় বলছে যে এদের মধ্যে ছেলে শিশু রয়েছে দু’হাজার ১৪১ জন। আর মেয়ে শিশুর সংখ্যা দু’হাজার ৫৫।
মন্ত্রণালয় উল্লেখ করে যে গাজার অভ্যন্তরীণ অধিদফতর এক হাজার ৫৭১ শিশুর জন্ম লিপিবদ্ধ করেছে। এছাড়া খান ইউনুসের নাগরিক অফিসে ৮১৮, উত্তর গাজায় ৮০৪, কেন্দ্রীয় অফিসে ৫৫৫ এবং রাফাহ দফতরে ৪৪৮ শিশুর জন্ম লিপিবদ্ধ করা হয়।
মন্ত্রণালয় একই সাথে জন্ম নেয়া মৃত শিশুর সংখ্যাও যোগ করেছে, যেখানে বলা হয় ১৫৭ জন ছেলে শিশু এবং ১২৭ জন মেয়ে শিশু মৃত অবস্থায় জন্ম নেয়।
সূত্র : মিডিলিস্ট মনিটর