রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

সমাবেশে যোগ দিতে দু’দিন আগেই বরিশালে নেতাকর্মীরা

সমাবেশে যোগ দিতে দু’দিন আগেই বরিশালে নেতাকর্মীরা

স্বদেশ ডেস্ক:

দু’দিনের পরিবহন ধর্মঘট উপেক্ষা করে শনিবার দলের বিভাগীয় সমাবেশে যোগ দিতে বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জড়ো হতে শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা।

নথুল্লাবাদে অবস্থিত বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে উপচে পড়া ভিড় দেখা যায়। শুক্রবার সকাল থেকে শুরু হতে যাওয়া পরিবহন ধর্মঘটের কারণে এক দিন আগেই গন্তব্যে যাওয়ার জন্য কয়েক শ’ যাত্রী সেখানে জমা হয়।

সুবর্ণ পাল নামের এক যাত্রী বলেন, ‘শুক্রবার ঢাকায় যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু শুক্রবারের পরিবহন ধর্মঘটের কথা মাথায় রেখে আমি এক দিন আগে এখানে এসেছি।’

বৃহস্পতিবার সকাল থেকে বরিশাল বিভাগের বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা বঙ্গবন্ধু উদ্যানে আসতে শুরু করেন।

পটুয়াখালীর যুবদল কর্মী সাদিকুর রহমান বলেন, ‘পরিবহন ধর্মঘটের কারণে দু‘দিন আগে এখানে এসেছি। কোনো জায়গা না পেয়ে আত্মীয়ের বাসায় থাকছি।’

বৃহস্পতিবার বিকেলে নগরীর জিলা স্কুল মোড়ে বিএনপির বিভাগীয় সমাবেশের তিনটি ব্যানার ছিঁড়ে ফেলে ছাত্রলীগের কয়েক নেতাকর্মী।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন বলেন, ‘আজ হঠাৎ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে, আমাদের আহত করে এবং আমাদের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে। তারা আমাদের সমাবেশে বাধা দেয়ার জন্য এটি করছে। যা আমরা করতে দিব না, পরিস্থিতি যতই প্রতিকূল হোক না কেন।’

বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, পরিবহন নিষেধাজ্ঞা দিয়ে নেতাকর্মীদের আগমন ঠেকানো যাবে না।

তিনি আরো বলেন, ‘আমাদের হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যে অনুষ্ঠানস্থলে জড়ো হয়েছেন, যার অর্থ সরকারের পক্ষ থেকে তা বানচাল করার শত প্রচেষ্টা সত্ত্বেও আমাদের সমাবেশ সফল হতে চলেছে। আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব, যাই ঘটুক না কেন।’

সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877