মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন

ব্যাংকে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

ব্যাংকে লেনদেনের সময়সূচিতে পরিবর্তন

স্বদেশ ডেস্ক:

পরিবর্তন করা হয়েছে ব্যাংকে লেনদেনের সময়সূচি। নতুন সূচি অনুযায়ী সকাল ১০টা থেকৈ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লেনদেন চলবে। এছাড়া ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংক থেকে অন্য ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। যা আগামী ১৫ নভেম্বর থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সমুদ্র/স্থল/বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা/উপশাখা/বুথসমূহ সার্বক্ষণিক চালু রাখার বিষয়ে ২০১৯ সালের আগস্টে জারি করা ডিওএস সার্কুলার লেটার-২৪-এর নির্দেশনা বলবৎ থাকবে।

এর আগে গত আগস্টে ব্যাংকে লেনদেনের সময়সূচি এগিয়ে আনা হয়। তখন সময়সূচি করা হয়, সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত। আর ব্যাংকের কর্মকর্তাদের অফিস সময় করা হয় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877