শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

‘আশা হারিয়ে’ ইমরান খানের হুঁশিয়ারি

‘আশা হারিয়ে’ ইমরান খানের হুঁশিয়ারি

স্বদেশ ডেস্ক:

পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) এক সর্বসম্মত রায়ে গত ২১ অক্টোবর পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে পিটিআই চেয়ারম্যান এখন থেকে আর জাতীয় পরিষদের সদস্য নন বলে রায়ে বলা হয়েছে। তোশাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে এই রায় দেওয়া হয়।

এই নিয়ে শনিবার ইমরান খান ঘোষণা দিয়েছেন, আগামী শুক্রবার তিনি দেশটির বহুল প্রত্যাশিত লং মার্চের তারিখ ঘোষণা করবেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন ক্ষমতাসীনদের সঙ্গে ‘ব্যাকডোর’ আলাপে তিনি তেমন কিছু আশা করেন না । আশাহত হলেও হুঁশিয়ারি বার্তায় বলেন, সরকার বিক্ষোভ দমাতে চাইলে বিশৃঙ্খলা হতে পারে।

ইসলামাবাদের দলের নেতা আজমের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, রাজনৈতিক দলগুলো সবসময় ব্যাকডোর আলোচনায় বসে, তবে আমার মনে হয় না চলমান আলোচনায় কোনো যৌক্তিক ফলাফল আসবে। আলোচনার একমাত্র গুরুত্ব ছিল আগাম নির্বাচনের ব্যাপ্তি নিয়ে, কিন্তু মনে হয় না সরকার আগাম নির্বাচন দেবে।
পিটিআই চেয়ারম্যান বলেন, সাম্প্রতিক নির্বাচনে আমদানি শাসক বাজেভাবে হেরেছে এবং অনুধাবন করেছে নির্বাচনে তারা পিটিআই-এর সঙ্গে টিকতে পারবে না। তাই তারা আগাম নির্বাচন দেবে না।

এক বিবৃতিতে তিনি জানান, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে। ইমরান খান বলেন, এইবার লং মার্চ শান্তিপূর্ণ হবে এবং সমর্থকরা উপভোগ করবে। এটি পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় লংমার্চ হতে যাচ্ছে বলে জানান। পিটিআই চেয়ারম্যান বলেন, আমি আমার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877