স্বদেশ ডেস্ক:
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় ঘোষাণা করেন।
মৃত্যদণ্ডপ্রাপ্তরা হলেন- কামরুল, রবিউল, আলী আকবর ও শুক্কুর আলী। হত্যার ১৭ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হলো।
অভিযোগপত্রে বলা হয়, সংঘবদ্ধ ধর্ষণের পর নিপাকে হত্যা করে আসামিরা। মামলার দুই আসামি রবিউল ও কামরুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে চারজনের মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে একজনকে খালাস দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রসিকিউশন শাওন শায়লা জানান, মৃত্যুর সময় স্কুলছাত্রী নিপার বয়স ছিল ১১ বছর।