সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৫ অপরাহ্ন

সমালোচনার কারণেই কি যাননি পূজা চেরি?

সমালোচনার কারণেই কি যাননি পূজা চেরি?

স্বদেশ ডেস্ক:

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নিয়ে শোবিজপড়ায় আলোচনা-সমালোচনা কম হয়নি। এই সমালোচনায় জড়ায় চিত্রনায়িকা পূজা চেরির নামটিও। যা নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন শাকিব ও পূজা দুজনেই। এই দুই শিল্পীর অংশ নেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের বড় আয়োজন ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে।

নিউইয়র্কের কুইন্সে আয়োজিত এই অনুষ্ঠানে আরও অংশ নেওয়ার কথা চঞ্চল চৌধুরী, তাহসান, ইমন, ফারিয়া শাহরিন, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, মেহজাবীন, তাসনিয়া ফারিণ, তানজিন তিশা ও পলাশের। তবে শাকিব আগেই ঘোষণা দিয়েছেন দেশের সিনেমার কাজ থাকায় তিনি অংশ নিতে পারছেন না এই আয়োজনে।

এরপর আসে পূজার ঘোষণা। তিনিও জানান, দেশে শুটিং থাকার কারণে যুক্তরাষ্ট্রের এই অনুষ্ঠানে অংশ নিচ্ছেন না তিনি। তবে অনুষ্ঠানস্থালে উপস্থিত না থাকলেও সেরা চলচ্চিত্র অভিনেতা হিসেবে শাকিব খান আর সেরা অভিনেত্রীর সম্মাননায় ভূষিত হয়েছেন পূজা চেরি।
যাই হোক, জমকালো আয়োজনে গত রোববার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’। সেখানে দেশের সব তারকা শিল্পীদের দেখা মিললেও পাওয়া যায়নি শাকিব খান ও পূজা চেরিকে।

অনেকেই বলছেন, সম্প্রতি দেশে শাকিব-বুবলী-পূজাকে নিয়ে চলা বিতর্কের কারণেই শাকিব খান ও পূজা চেরি যুক্তরাষ্ট্রের এই অনুষ্ঠানে অংশ নেননি। বিশেষ করে এই অনুষ্ঠানে পূজা চেরির অংশগ্রহণের ইচ্ছে ছিল অনেক বেশি। কিন্তু এসব সমালোচনার কারণে তিনি এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেননি। আসলেই কী তাই!

এর উত্তর জানতে যোগাযোগ কথা হয় পূজা চেরির সঙ্গে। কিন্তু তার মুঠোফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের একটি দৃশ্য

এর আগেঅনলাইনকে পূজা চেরির মা ঝর্ণা রায় বলেন, ‘পূজার দেশে অনেক কাজ আছে। আর এ কারণেই যুক্তরাষ্ট্রের অনুষ্ঠানে ও যেতে পারছে না।’ হাতের কাজগুলো শেষ হলে যুক্তরাষ্ট্র সফরে যাবেন মা ও মেয়ে।

এদিকে, নিউইয়র্কের শো টাইম মিউজিকের আয়োজনে এবারের অনুষ্ঠানে ২৭ জন শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেন। বাংলাদেশি শিল্পী ও কলাকুশলীরা ছাড়াও আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি পেয়েছেন ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড।

অনুষ্ঠান সম্মাননা পেয়েছেন- সেরা টেলিভিশন অভিনেতা আফরান নিশো, সেরা টেলিভিশন অভিনেত্রী যথাক্রমে-মেহজাবিন চৌধুরী (রেডরাম), তানজিন তিশা, তাসনিয়া ফারিন (নিউ সেন্সেশন), শ্রেষ্ঠ সহকারী অভিনেত্রী শাহনাজ খুশি, সেরা গায়ক তাহসান খান, সেরা গায়িকা দিলশাদ নাহার কনা, সেরা চলচ্চিত্র অভিনেতা শাকিব খান (জনপ্রিয়) ও চঞ্চল চৌধুরী (হাওয়া), সেরা চলচ্চিত্র পুরস্কার পেয়েছে ‘হাওয়া’, সেরা চলচ্চিত্র অভিনেত্রী বিদ্যা সিনহা মীম (পরাণ), সেরা চলচ্চিত্র অভিনেত্রী (জনপ্রিয়) পূজা চেরী, সেরা অভিনেতা (কমেডি) জিয়াউল হক পলাশ, সেরা নাট্য পরিচালক মোস্তফা কামাল রাজ।

এ ছাড়া ইন্টারন্যাশনাল আইকন অ্যাওয়ার্ড পেয়েছেন আমেরিকান মডেল ও বলিউডের অভিনেত্রী নার্গিস ফাখরি, বিশেষ সম্মাননা পুরুস্কার পেয়েছেন ফারিয়া শাহরিন, লোকগানের শিল্পী কালা মিয়া, সেরা টিভি সংবাদ পাঠিকা রুমানা আফরোজ, প্রবাসের সেরা গায়ক শাহ মাহবুব, রানো নেওয়াজ, রায়ান তাজ, প্রবাসের সেরা গায়িকা নীলিমা শশী, সঙ্গীত শিল্পীর বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছেন মরিয়ম মারিয়া, ইমন ও প্রবাসের সেরা উপস্থাপক বাবু জামান।

শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, ‘ঢালিউডের ২০তম আসর আশানুরূপ সফল হয়নি। অনুষ্ঠানটি সফল করতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল শেষে সেটা করা সম্ভব হয়নি।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877