সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

মির্জা ফখরুলসহ ১৬ জনকে আত্মসমর্পণ করতে হবে

মির্জা ফখরুলসহ ১৬ জনকে আত্মসমর্পণ করতে হবে

স্বদেশ ডেস্ক ॥ উসকানিমূলক বক্তব্য এবং পুলিশের কাজে বাধা দেয়ার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৬ জনকে আত্মসমর্পণ করতে হবে। এমন আদেশ দিয়ে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের রায় বুধবার বিচারিক আদালতে পৌঁছেছে। সে হিসেবে বুধবার থেকে দুই সপ্তাহের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে। বিএনপি নেতাদের আইনজীবী প্যানেলের সদস্য ব্যারিস্টার একেএম এহসানুর রহমান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রায়টি পৌঁছায়। আত্মসমর্পণের আদেশ পাওয়াদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মইনুল হোসেন, খন্দকার মাহবুব হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, মঞ্জুর মোরশেদ, বরকতউল্লাহ বুলু, ডা. এজেডএম জাহিদ হোসেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. শাহজাহান, অ্যাডভোকটে শাখাওয়াত হোসেন, হাজী সালাহউদ্দিন ও মো. আমিনুর রহমান। এর আগে ১৮ এপ্রিল এই মামলায় আপিল বিভাগের আদেশে বলা হয়, রায় বিচারিক আদালতে পৌঁছানোর দুই সপ্তাহের মধ্যে এই ১৬ জনকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণের পর তারা জামিনের আবেদন করলে সংশ্লিষ্ট আদালতকে বিবেচনা করার জন্যও বলেন আপিল বিভাগ। উল্লেখ্য, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে হাতিরঝিল থানা পুলিশ। মামলার এজাহারে অভিযোগ করা হয়, রাজধানীর মগবাজার রেলগেট এলাকায় গত বছরের ৩০ সেপ্টেম্বর অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পুলিশের কাজে বাধা, পুলিশকে আক্রমণ, যানবাহন ভাংচুর ও ক্ষতিসাধন করেছেন। জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, পেট্রোলবোমা, বিস্ফোরিত ককটেলের অংশ, কাচের টুকরা ও ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877