রবিবার, ১৯ মে ২০২৪, ০৯:৩৩ পূর্বাহ্ন

মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ৩০ সেনা নিহত

মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ৩০ সেনা নিহত

স্বদেশ ডেস্ক ॥ চীন সীমান্তের কাছে মিয়ানমারের উত্তরাঞ্চলের শানরাজ্যে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী নর্দার্ন অ্যালায়েন্সের বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর অন্তত ৩০ সদস্য নিহত হয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে পৃথক সংঘর্ষে মিয়ানমার সেনাবাহিনীর সদস্যদের প্রাণহানি ঘটে বলে দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। এ ছাড়া সংঘর্ষে গৃহহীন হয়ে পড়েছে আরও দুই হাজারের বেশি মানুষ। খবর ডেইলি ইরাবতির। মিয়ানমারের উত্তরাঞ্চলের সহিংসতা বিধ্বস্ত শানরাজ্যের নতুন এ সংঘর্ষ দেশটির নেত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চির জন্য বড় ধাক্কা। উত্তরাঞ্চলের রাখাইনে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর দেশটির সেনাবাহিনীর রক্তাক্ত অভিযান ও বাংলাদেশে পালিয়ে আসার ঘটনায় ইতোমধ্যে আন্তর্জাতিক পরিম-লে চাপের মুখে রয়েছেন সু চি। এর মধ্যে সেনাবাহিনীর সঙ্গে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর নতুন এ সংঘর্ষ সু চি নেতৃত্বাধীন বেসামরিক সরকারের ভাবমূর্তিকে আবারও প্রশ্নের মুখে ফেলেছে। মিয়ানমারের ইংরেজি দৈনিক দ্য ইরাবতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে মিয়ানমার সেনাবাহিনী প্রাণহানির এ খবর উড়িয়ে দিয়ে বলেছে, নর্দার্ন অ্যালায়েন্সের এ দাবি অসম্ভব। নর্দার্ন অ্যালায়েন্স বলছে, শানরাজ্যের লাশিও থেকে মুসে মহাসড়কের কুটকির বিভিন্ন স্থানে ৯টি সংঘর্ষ হয়েছে। এসব সংঘর্ষের কোনোটি ৩-৪ ঘণ্টা ধরে চলেছে। তবে মঙ্গলবার রাত ৮টার দিকে এ সংঘর্ষের অবসান ঘটে। রাখাইনে দেশটির সেনাবাহিনীর নৃশংস অভিযানে ২০১৭ সালে সাড়ে সাত লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে আসে। বিভিন্ন সময়ে এই রোহিঙ্গাদের রাখাইনে ফেরানোর উদ্যোগ নেয়া হলেও শেষ পর্যন্ত তা ভেস্তে যায়। আজ বৃহস্পতিবার ২২ আগস্ট বাংলাদেশে আশ্রয় নেয়া তিন হাজার ৪৫০ রোহিঙ্গা প্রথম দফায় ফেরত নেয়ার কথা রয়েছে মিয়ানমারের। নর্দার্ন অ্যালায়েন্সের বিদ্রোহীরা বলছে, সরকারি ৩০ সেনাসদস্য নিহত ও ১৬ সদস্য আহত হয়েছে। তবে সংঘের্ষ বিচ্ছিন্নতাবাদী এ গোষ্ঠীর কয়েকজন সদস্য আহত হলেও কারও প্রাণহানি ঘটেনি বলে জানানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877