স্বদেশ ডেস্ক:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ থেকে দলীয় সাত এমপির পদত্যাগের সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর তা জানানো হবে। গতকাল মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইসলামী ঐক্যজোট ও ডেমোক্রেটিক লীগের সঙ্গে সংলাপের পর সাংবাদিক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
বিএনপির এমপিরা জাতীয় সংসদ থেকে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘যখন চূড়ান্ত হবে, যখন সিদ্ধান্ত নিয়ে আসব; তখন আপনারা দেখতে পারবেন।’ আজ থেকে শুরু হওয়া বিভাগীয় সমাবেশ সম্পর্কে ফখরুল বলেন, ‘আমাদের প্রত্যাশা, জনগণের একটা অভ্যুত্থান হবে- এই সমাবেশগুলোর মধ্য দিয়ে। শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়ে আমরা এই সরকারের পতন ঘটাব।’
ইসলামী ঐক্যজোটের অন্য সদস্যরা হলেন- আব্দুল করিম খান, সৈয়দ মোহাম্মদ আহসান, সামছুল হক, কামরুজ্জামান রোকন, আনওয়ান আনসারী, নাসির উদ্দিন, ইলিয়াস রেজা, আব্দুল কাদির ও মজিবুর রহমান। ডিএলের প্রতিনিধি দলে ছিলেনÑ আকবর হোসেন, খোকন চন্দ্র দাস, কাউসার আলী, ইয়াহিয়া মুন্না, মোহাম্মদ আল আমিন ও মেহতাজ আহসান।
দ্বিতীয় দফা সংলাপে বিএনপি মহাসচিব জাতীয় পার্টি (কাজী জাফর), এলডিপি, কল্যাণ পার্টি, লেবার পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, মুসলিম লীগ ও জাগপার নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছেন।