রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ
যুক্তরাষ্ট্র আ. লীগের নতুন কমিটি ২০২৬ সালে

যুক্তরাষ্ট্র আ. লীগের নতুন কমিটি ২০২৬ সালে

স্বদেশ ডেস্ক: অবশেষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সাক্ষাৎ পেলেন। গত ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভার্জিনিয়ায় অবস্থানকালে হোটেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে দারুণ উচ্ছসিত নেতা-কর্মীরা। এসময় প্রধানমন্ত্রী তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের উন্নয়ন এবং বিএনপি আমলের অপশাসন যুক্তরাষ্ট্রের মূলধারার নেতাদের কাছে তুলে ধরার আহবান জানান। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে নেতৃবৃন্দ মূলধারায় কাজ করার অঙ্গীকার করেন। বৈঠক সূত্র বার্তা সংস্থা ইউএনএ প্রতিনিধিকে এসব তথ্য জানান।
সংশ্লিস্টরা জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে সবাই যখন খোঁজ মেজাজে, ঠিক তখনই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি লুৎফুল করীম কমিটি গঠনের কথা জানাতে চান। মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগেরও একজন নেতা দলীয় প্রধানের কাছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নতুন কমিটি দাবি করেন। এসময় প্রধানমন্ত্রী কিছুটা বিরক্ত হলেও দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন- আগে আপনারা সবাই ঐক্যবদ্ধ হোন, পরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কমিটি হবে। তিনি উল্লেখ করেন, এখন নয়, ২০২৬ সালে কমিটি হবে। প্রধানমন্ত্রীর এই কথার পর সবাই চুপ হয়ে যান এবং ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, দীর্ঘ ১১ বছর ধরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বর্তমান কমিটি বহাল রয়েছেন। এই কমিটির নেতৃত্বে রয়েছেন সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। আর নতুন কমিটি গঠনের দাবীতে সংগঠনের মধ্যে বিভেদ-বিভক্তি চলছে দীর্ঘদিন ধরে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877