বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৬:১৮ পূর্বাহ্ন

দেশের মানুষ কষ্টে আছে : আমির হোসেন আমু

দেশের মানুষ কষ্টে আছে : আমির হোসেন আমু

স্বদেশ ডেস্ক:

ঝালকাঠি শহরের ইছানীল ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সমন্বয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ‘দেশের মানুষ কষ্টে আছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। সোমবার (১০ অক্টোবর) দুপুরে ওই মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমু বলেন, ‘বিএনপি প্রথমে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি নিয়ে মাঠে নেমেছিল। মানুষ তাতে সাড়া না দেয়ায় তাদের আন্দোলন ব্যর্থ হয়। সেজন্য এখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও বিদ্যুতের দাবি নিয়ে আন্দোলনের ডাক দিয়েছে। দেশের মানুষ কষ্টে আছে- এটা অস্বীকারের উপায় নেই। তবে এটা সরকারের সৃষ্ট কোনো সমস্যা নয়। এটা আর্ন্তজাতিকভাবে সৃষ্ট সমস্যা। এ সমস্যার প্রভাব যেমন আমাদের ওপর পড়েছে, গোটা বিশ্বের ওপরও তেমন পড়েছে। সারা বিশ্বের মানুষই আজ সমস্যার সম্মুখীন।’

এ সময় তিনি যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়, তাদের ব্যাপারে সজাগ থাকতে আহ্বান জানান।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর কামাল শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: জোহর আলী, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877