স্বদেশ ডেস্ক:
সহজ লক্ষ্যেও ব্যর্থ বাংলাদেশ। বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য তাড়া করতে নেমেও ৪ রানে হেরে গেল বাংলাদেশের নারীরা। ৬ষ্ঠ ওভারে মাত্র ২ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ১১ রান, তবে মাত্র ৭ রান নিতে পারে টাইগ্রিসরা। পুরো ইনিংসে একটা মাত্র বাউন্ডারি আদায় করতে পেরেছে বাংলাদেশের নারীরা।
এশিয়া কাপে নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয় বাংলাদেশ। আগের চার ম্যাচে সমান দুটো করে জয় ও হার ছিল টাইগারিদের। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে আজ সিলেটে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নিগার সুলতানা।
একাদশে তিন পরিবর্তন। গত ম্যাচে সুযোগ পাওয়া লতা মণ্ডলের সাথে বাদ পড়েছেন নাহিদা ও তৃষ্ণা। এশিয়া কাপের প্রথম ম্যাচের পর ফের একাদশে ফিরেছেন জাহানারা। প্রত্যাবর্তন রাঙালেন নিজের রঙে। নিজের প্রথম ওভারেই যেভাবে আথাপাত্তুকে যেভাবে বোকা বানালেন, তা বাঁধিয়ে রাখা যাবে। উইকেটটি জাহানারার ক্যারিয়ারের শততম উইকেটও বটে।
দলীয় ৩১ রানেই ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। মাধবি ফিরে যান ৩১ বলে ১৮ করে মেঘলার শিকার হয়ে। আনুস্কা ফেরেন রোমানার বলে ৮ রানে। ২৯ রানের জুটি করে যখন মাত্র ম্যাচে ফিরতে যাবে লঙ্কান নারীরা, তখন ফিরে যান হাসিনি পেরারা। ফিরে যান দিলহারিও। ৫ উইকেটে যখন স্কোরবোর্ডে ১৮ ওভারে ৮৩, তখন বৃষ্টিতে থমকে যায় খেলা। ২৮ রানে অপরাজিত তখন নিলাকশি ডি সিলভা।
দীর্ঘ সময় বৃষ্টি বাধায় খেলা বন্ধ থাকে। অতঃপর যখন ফের মাঠে নামে শ্রীলঙ্কাকে আর সুযোগ দেয়া হয়নি ব্যাটিংয়ে। বৃষ্টি আইনে ৭ ওভারে ৪১ রানের লক্ষ্য দেয়া হয় বাংলাদেশের সম্মুখে।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই পা ফসকায় বাংলাদেশের। ১২ রানেই ফিরে যান ফারজানা হকের সাথে মুরশিদা খাতুনও। নিগার সুলতানা আশা দেখালেও ব্যর্থ, রানাভিরার তৃতীয় শিকার হয়ে তিনি ফিরে যান। একই ওভারে ফেরেন রুমানা, সুবহানা ও ফাহিমাও। এক ওভারে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ। শেষ ওভারে প্রয়োজন হয় ১১ রান, আর শেষ বলে ৬ রান। কিন্তু পারেনি বাংলাদেশ, হেরে যেতে হয় ৪ রানে। এশিয়া কাপে নিজেদের ৫ ম্যাচের মাত্র ৩টিতেই হারল বাংলাদেশ।