সোমবার, ০৬ মে ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

বৃষ্টির হানায় ম্যাচ বন্ধ

বৃষ্টির হানায় ম্যাচ বন্ধ

স্পোর্টস ডেস্ক:

নারীদের এশিয়া কাপে আজ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে সিলেটে ফিল্ডিং করছে বাংলাদেশ। প্রথম সেশন শেষ হওয়ার কিছু সময় আগে বৃষ্টি শুরু হয়। ফলে ম্যাচ বন্ধ আছে।

শ্রীলঙ্কার সংগ্রহ এখন ১৮.১ ওভারে ৫ উইকেটে ৮৩ রান।

বাংলাদেশের রোমানা আহমেদ সর্বোচ্চ দুটি উইকেট তুলেছেন। একটি করে নিয়েছেন জাহানারা আলম, সানজিদা আক্তার ও ফাহিমা খাতুন।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশের বাঘিনীদের থাবায় পড়ে লঙ্কানরা। দ্বিতীয় ওভারেই তাই উইকেটের পতন হয়। সাজঘরে ফিরেন চামারি আথাপাথু।

এরপর সপ্তম ও অষ্টম ওভারে আরো দুটি উইকেটের পতন হয়। ১৪তম ওভারে গিয়ে চতুর্থ এবং ১৭তম ওভারে গিয়ে পঞ্চম উইকেটের পতন হয়।

বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ। কারণ এর আগে চারটি ম্যাচে দুটিতে জয় আর দুটিতে পরাজিত হয়েছে। তাই আজকের ম্যাচ অনেকটাই ভাগ্য নির্ধারণের ম্যাচ।

সমীকরণ বলছে, শীর্ষ চারে থাকতে চাইলে লঙ্কানদের সাথে যদি কোনো কারণে জয় না আসে, তবে আরব আমিরাত ম্যাচে বড় জয় পেতেই হবে।

আবার দুদল দুটি ম্যাচেই হারলে সেমিফাইনালের জন্য রানরেট বিবেচনায় আসবে। যারা এগিয়ে থাকবে, তারাই লড়াই করবে ফাইনালে উঠার জন্য। এদিকে আবার বাংলাদেশ ও থাইল্যান্ড দুটি ম্যাচে হারলে এবং সংযুক্ত আরব আমিরাত দুটি ম্যাচে জয় পেলে তাদের পয়েন্ট হবে ৬। অর্থাৎ, সেমিফাইনালে যাবে আরব আমিরাতই।

চার ম্যাচের তিনটি জিতে শ্রীলঙ্কা পয়েন্ট তালিকার তিন নম্বরে। সমান ম্যাচে দুই জয় নিয়ে পাঁচে বাংলাদেশের মেয়েরা।

বাংলাদেশ একাদশ
মুর্শিদা খাতুন, ফারজানা হক, নিগার সুলতানা (অধিনায়ক), রিতু মনি, ফাহিমা খাতুন, রুমানা আহমেদ, সোহেলী আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার ও শোভনা মোস্তারি।

শ্রীলঙ্কা একাদশ
হর্ষিতা মাদাভি, চামারি আথাপাথু (অধিনায়ক), হাসিনি পেরেরা, নীলাক্ষী ডি সিলভা, আনুশকা সঞ্জীওয়ানি, মালশা শেহানি, ওশাদি রানাসিংহে, ইনোকা রানাবীরা, সুগান্দিকা কুমারী, কবিশা দিলহারি ও অচিনি কুলসুরিয়া।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877