শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত বেড়ে ৭৬

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত বেড়ে ৭৬

স্বদেশ ডেস্ক:

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের আনাম্বারা রাজ্যে বন্যাদুর্গতদের বহনকারী নৌকাডুবে নিহতের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

খবর বিবিসির।

দুর্ঘটনার সময় ওই নৌকায় কমপক্ষে ৮০ জন আরোহী ছিল। তাদের এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন তারা।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারি ‘মর্মান্তিক’ এই দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি দেশের পানি পরিবহন ব্যবস্থাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যাদুর্গত মানুষেরা ওগবাকুবার নকো বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।

বেশ কয়েকজন কর্মকর্তা বলেছেন, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে এ দুর্ঘটনা ঘটেছে এবং ডুবে যাওয়ার আগে নৌকাটি একটি সেতুতে আঘাত হানে।

ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির জোনাল কো-অর্ডিনেটর থিকম্যান তানিমু বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ঘটনাস্থলে পানির গভীরতা অনেক বেশি। এ জন্য অনুসন্ধান ও উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখানে অভিযান চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

নাইজেরিয়ায় নৌকা দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে। যদিও বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত যাত্রী বহন বা দুর্বল নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করা হয়।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে আনামব্রাসহ ২৯টিই বন্যার কবলে পড়েছে। বন্যার পানি এরই মধ্যে অসংখ্য বাড়িঘর ও বিপুল পরিমাণ ফসল ভাসিয়ে নিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে পাঁচ লাখ মানুষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877