স্বদেশ ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে টাইগাররা। বাদ পড়েছেন সাব্বির ও মুস্তাফিজ। একই সাথে এই ম্যাচ দিয়ে দলে ফিরেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।
এশিয়া কাপের পর এই ম্যাচে ফের টস করতে নেমেছেন সাকিব। মাঝে আরব আমিরাত সিরিজ মিস করেছেন এই অলরাউন্ডার। অনাকাঙ্ক্ষিত কারণে মিস করেছেন ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচও।
হ্যাগলি ওভালে দুই দলই মাঠে নেমেছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। নিজেদের প্রথম ম্যাচে দুই দলই হেরেছে পাকিস্তানের কাছে। ফলে সিরিজে প্রথম জয়ের লক্ষ্য দুই দলেরই সম্মুখে।