স্বদেশ ডেস্ক:
গ্রামের একটি খোলা জায়গায় ক্রিকেট খেলা শুরু করেছে কিছু তরুণ। চারিদিকে গাছ, পাশে মাটির রাস্তা চলে গেছে। রাস্তাও খেলার মাঠের অংশ। স্ট্যাম বানানো হয়েছে ইট দিয়ে। মজার ব্যাপার খেলায় অংশ নেওয়া প্রায় সবাই বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গি পরে খেলতে নেমেছে।
ক্রিকেট ভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো সম্প্রতি এমনই একটি খেলার ছবি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। ছবিটি দিয়ে তারা ক্যাপশনে লিখেছে, ঐতিহ্যের মাঝে ক্রিকেট। এই ছবি বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাই থেকে পাঠিয়েছেন আইনুল এইচ শামীম।
তবে কমেন্টে অনেকেই লিখেছেন, লুঙ্গিতে বল লাগলে ৪ রান। মোহাম্মদ আশরাফ উদ্দিন লিখেছেন লুঙ্গিতে লাগলে ৪ রান। মোহাম্মদ সালাউদ্দিন লিখেছেন, আগে আমরা এইভাবে খেলতাম, কিন্তু যারা যারা লুঙ্গি পরে খেলবে তাদের লুঙ্গিতে লাগলেই ৪ রান। সৈয়দ মাহমুদ জুয়েল লিখেছেন, লুঙ্গি গুছ মার। নাহয় লাগিলে ৪ রান।
বাংলাদেশের গ্রাম অঞ্চলে অনেকেই লুঙ্গি পরে খেলে। তখন নিজেরাই নিয়ম করে দেয় যে, ফিল্ডিংয়ের সময় লুঙ্গিতে বল লাগলে ৪ রান।