রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:০২ পূর্বাহ্ন

বিস্মিত রাসেল ডমিঙ্গো

বিস্মিত রাসেল ডমিঙ্গো

স্পোর্টস ডেস্ক:

প্রধান কোচ ও বোলিং কোচ আসবেন মিরপুরে।  তাই শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার সকাল থেকেই অন্য দিনের তুলনায় একটু বেশি ভিড়। দুই কোচ সংবাদ সম্মেলন করবেন, আগে থেকেই নির্ধারিত ছিল। দেশের প্রায় সকল গণমাধ্যমের সাংবাদিকরা অপেক্ষা করছেন প্রেস কনফারেন্স রুমে। সংবাদ সম্মেলনে এসেই এত সাংবাদিক দেখে বিস্ময় প্রকাশ করেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।

খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি, টুকটাক কথার পর সংবাদ সম্মেলন; প্রথম দিন এভাবেই কেটেছে ডমিঙ্গোর। তবে সংবাদ সম্মেলনে এত এত সাংবাদিক দেখে বিস্মিত হলেন বাংলাদেশের প্রধান কোচ। কোনো রাখঢাক না রেখেই বলে ফেললেন তা। তার মতে দক্ষিণ আফ্রিকায় খুব বড় ম্যাচ হলেও জনা কয়েকের বেশি সাংবাদিক দেখা যায় না।

তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় খুব বড় ম্যাচ হলেও সংবাদ সম্মেলনে ৮/৯ জনের বেশি সাংবাদিক দেখা যেত না। আমি আমার জীবনে এত সাংবাদিক দেখিনি। গতকাল বিমানবন্দরেও প্রায় ১০০ জনের মতো সাংবাদিক ছিল।’

এদিকে, কন্ডিশনিং ক্যাম্প চলায় টাইগাররা ব্যস্ত ফিটনেস নিয়ে। আজ তৃতীয় দিনের মতো টাইগারদের ক্যাম্প কেটেছে রানিং করে। আগামীকাল ফিটনেস ট্রেনিংয়ের পর শুরু হবে হাতে-কলমে শেখার পালা। আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে কোচ ডমিঙ্গোর নয়া মিশন।

ডি ভিলিয়ার্স-স্টেইনদের কোচিং করানো এই কোচ চান ক্রিকেটারদের একদম শুরু থেকে দক্ষ করে তুলতে। যাতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গিয়ে ক্রিকেটাররা নিজেদের মানিয়ে নিতে পারেন। বিসিবিও মূলত রাসেলের এমন মানসিকতা দেখে তাকে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে।

৪৪ বছর বয়সী এই কোচ বলেন, ‘বিভিন্ন পর্যায়ের ক্রিকেট যেমন, অনুর্ধ্ব ১৫, ১৯, ঘরোয়া ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য কোন পদ্ধতিতে কাজ করতে হয় আমি জানি। আমি মনে করি এই পদ্ধতি নিয়ে আমি সচেতন। আমি মনে করি শুরু থেকেই কাজ করলে জাতীয় পর্যায়ে এসে ক্রিকেটাররা উপকৃত হবে।’

বিশ্বকাপে বাংলাদেশ ৮ম হলেও ডমিঙ্গো মনে করেন বাংলাদেশ ভালোই খেলেছে। আর শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণে বাংলাদেশ খারাপ দল হয়ে যায়নি বলে মনে করেন ডমিঙ্গো।

তিনি বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে, এই জন্য আমি মনে করি না তারা (বাংলাদেশ) খুব খারাপ দল। তারা বিশ্বকাপেও খুব ভালো খেলেছে। অনেক ম্যাচের খুব কাছে গিয়ে তারা হেরেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ভুলের কারণে হারতে হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877