স্বদেশ ডেস্ক:
ব্রাজিলে কয়েক দশকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বামপন্থী লুই ইনাসিও লুলা দা সিলভা তার উগ্র ডানপন্থী প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট জাইর বলসোনারোর চেয়ে এগিয়ে রয়েছেন। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, লুলা ৫০ ভাগ ভোট পাচ্ছেন না। ফলে ফিরতি নির্বাচনের প্রয়োজন হবে।
ভোটিং মেশিনে ৯৭.৩ ভাগ ভোট গণনার পর দেখা যাচ্ছে যে লুলা ৪৭.৯ ভাগ বৈধ ভোট পেয়েছেন। আর বলসোনারো পেয়েছেন ৪৪.৭ ভাগ।
ব্রাজিলের নির্বাচনী আইন অনুসারে, কোনো প্রার্থী ৫০ ভাগ ভোট না পেলে দ্বিতীয় দফার নির্বাচন আয়োজন করতে হয়। আগামী ৩০ অক্টোবর ওই নির্বাচন অনুষ্ঠিত হবে।
৭৬ বছর বয়স্ক লুলা ২০০৩-২০১০ সময় কালে প্রেসিডেন্ট ছিলেন। তিনি প্রচারণার শুরু থেকেই এগিয়ে ছিলেন। তিনি সহজেই জয় হলে অবাক হওয়ার কিছু ছিল না। তবে বলসোনারো নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো করেছেন।
সূত্র : আলজাজিরা