স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টিনা জাতীয় দলের সঙ্গে নতুন চুক্তি করেছেন লিওনেল স্কালোনি। আগামী ২০২৬ সাল পর্যন্ত মেসিদের কোচ হিসেবে থাকছেন তিনি।
স্কালোনির সঙ্গে নতুন চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন এএফএ প্রেসিডেন্ট চিকুই তাপিয়া। তিনি আরও জানান, চুক্তিটি আরও কিছু মাস বাড়তে পারে।
এর আগে ২০১৮ সালে আর্জেন্টিনার অন্তবর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ পান স্কালোনি। যেখানে তিনি ২০১৮ রাশিয়া বিশ্বকাপে দলের কোচিং স্টাফে ছিলেন তিনি। পরে ২০১৮ সালেই পূর্ণ দায়িত্ব পান ৪৪ বছর বয়সী। তার অধীনেই ২০১৯ কোপা আমেরিকা খেলে আলবিসেলেস্তারা।
সাবেক কোচ আলফিও বাসিলের পর প্রথম কোচ হিসেবে আর্জেন্টিনাকে কোনো বৈশ্বিক শিরোপা জেতান স্কালোনি। তার অধীনে আর্জেন্টিনা ২০২১ কোপা আমেরিকা ও ২০২২ ফিনালিসিমা জেতে।